ভিসা ছাড়াই ইউরোপের যে দেশে আপনি যেতে পারবেন, করতে পারবেন স্থায়ীভাবে বসবাস

 

ভিসা ছাড়াই ইউরোপের যে দেশে আপনি যেতে পারবেন, করতে পারবেন স্থায়ীভাবে বসবাস

স্ভালবার্ড, আর্কটিক বৃত্তের কাছে অবস্থিত একটি মনোমুগ্ধকর দ্বীপপুঞ্জ, যেখানে ভিসা বা রেসিডেন্স পারমিট ছাড়া বসবাস ও কাজ করার সুযোগ রয়েছে। ১৯২০ সালের স্ভালবার্ড চুক্তি অনুযায়ী, পৃথিবীর যে কোনও দেশের নাগরিক এখানে বিনা ভিসায় থাকতে ও কাজ করতে পারে। তবে, স্ভালবার্ডে পৌঁছানোর জন্য সাধারণত নরওয়ের মূল ভূখণ্ড দিয়ে যেতে হয়, যেটি শেঞ্জেন অঞ্চলের অংশ। এর মানে, যেসব দেশের নাগরিকদের শেঞ্জেন ভিসা লাগবে, তাদের নরওয়ে যাওয়ার জন্য এটি নিতে হবে। 


এখানে বছরের বেশিরভাগ সময় বরফ থাকে এবং একেবারে ঠাণ্ডা পরিবেশ। এই দ্বীপপুঞ্জের বিশেষত্ব এবং শান্তিপূর্ণ পরিবেশ অনেককেই আকর্ষণ করে। যদিও স্ভালবার্ডে ভিসার প্রয়োজন নেই, এখানকার জীবন খুব সহজ নয়। এখানে বসবাস করতে গেলে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। প্রথমত, কাজের সুযোগ খুব কম, তাই এখানে বেশিরভাগ মানুষ পর্যটন, ট্যুর গাইড বা হোটেল কর্মী হিসেবে কাজ করেন। পাশাপাশি, কিছু গবেষকও এখানে পরিবেশ সংক্রান্ত গবেষণা করতে আসেন। 


এই দেশের কিছু ভিন্ন রকমের প্রকৃতি রয়েছে।  শীতকালীন সমইয়ে এখানকার তাপমাত্রা  মাইনাস ২০° ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে যায় এমনকি অনেক সময় রাত হয়ে যায় দিনের চেয়ে বেশি লম্বা। গ্রীষ্মের সময়ে এই দেশটিতে ২৪ ঘণ্টাই দিনের মতো আলো থাকে তাই বসবাসের জন্য উত্তম জায়গা  পাওয়া এখানে অনেক জটিল ও ব্যয়বহুল বিষয়। 


স্বাস্থ্যসেবা নিয়ে এই দেশে রয়েছে বেশ কিছু জটিল ও কঠিন সমস্যা। এই জায়গায় কোন ধরণের সরকারি ও সামাজিক কোন ধরনের স্বাস্থ্যসেবা নেই। এমনকি জরুরি সব চিকিৎসার সব খরচ নিজেকেই বহন করতে হয়। 


সবশেষে বলাযায়, স্ভালবার্ড এ বসবাস করতে চাইলে আয়, স্বাস্থ্য এবং কঠিন আবহাওইয়ায় নিজেকে মানিয়ে নেওয়ার জন্য শারিরিক ও মানসিক প্রস্তুতি নেওয়া খুব গুরুত্বপূর্ণ বিষয়।  এ সকল বিষয় যারা মেনে নিতে পারবে তাদের জন্য এই দেশটি হতে পারে নতুন একটি জায়গা। 


Post a Comment

নবীনতর পূর্বতন