বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
৪ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় গুলশানের ফিরোজা বাসভবনে এক ঘণ্টারও বেশি সময় ধরে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে পৌঁছান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানিয়েছেন, বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন এবং দলের ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।
তারা দীর্ঘ এক ঘণ্টা ২০ মিনিট বৈঠক করেন, এরপর রাত ৮টা ৫০ মিনিটে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিদায় নেন।
এ বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে এটি একটি সৌজন্য সাক্ষাৎ বলে জানা গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন