জান্নাতি মৃত্যুর ১২টি লক্ষণ: কীভাবে বুঝবেন কোন লোকের মৃত্যু জান্নাতী মৃত্যু হয়েছে!

 

জান্নাতি মৃত্যুর ১২টি লক্ষণ: কীভাবে বুঝবেন কোন লোকের মৃত্যু জান্নাতী মৃত্যু হয়েছে! Dhaka news, dhaknews, banglanews, bagla news, ajker news, Latest News, Bangladesh News, Breaking News, Business, Cricket, ঢাক নিউজ, ঢাকার খবর, আজকের খবর, আজকের তাজা খবর, ব্রেকিং নিউজ, dhakapost, আজকের খবর, আজকের সংবাদ
ছবি: ইন্টারনেট

মৃত্যু সকলের জন্যই অপরিহার্য। নির্দিষ্ট সময়ে মালাকুল মউত সবার নিকট এসে পৌছায়। যার মৃত্যু যেদিন নির্ধারিত সে দিনই তার মৃত্যু হবে এমন কথা কুরআনে উল্লেখ রয়েছে।

ইসলাম ধর্মে মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ভালো কর্ম করলে জান্নাত আর খারপ কর্মে জানহান্নাম নসিবের কথাও কুরআন হাদিসে উল্লেখ রয়েছে। বিশেষ কিছু মৃত্যুর মধ্যে এমন বৈশিষ্ট্য রয়েছে, যা দেখে বুঝা যায় লোকটির জান্নাতে প্রবেশের নিশ্চয়তা কতটুকু। কিছু মৃত্যু নিয়ে নবী (সাঃ) এর হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেগুলো জান্নাতি মৃত্যুর লক্ষণ। নিম্নে জান্নাতি মৃত্যুর ১২টি লক্ষণ নিয়ে আলোচনা করা হলো, যা মুসলমানদের কাছে বিশেষ গুরুত্বের।

১. মৃত্যুর আগে কালিমা পাঠ করা
নবী (সাঃ) হাদিস শরীফে বলেছেন, "যে ব্যক্তি মৃত্যুর সময় 'লা ইলাহা ইল্লাল্লাহু' বলবে, সে জান্নাতে প্রবেশ করবে।" এমন মৃত্যু মুসলমানদের জন্য সৌভাগ্যের লক্ষণ। (সহিহ আবু দাউদ)

২. মৃত্যুর সময় কপালে প্রচুর ঘাম আসা
মুমিনদের মৃত্যুর সময় কপালে ঘাম দেখা দেয়, যা একজন ঈমানদারের জান্নাতি মৃত্যুর চিহ্ন। নবী (সাঃ) হাদিস শরীফে বলেন, "মুমিন ব্যক্তিরা কপালে ঘাম নিয়ে মৃত্যু বরন করে।" (মুসনাদে আহমাদ)

৩. জুমার বা শুক্রবার দিন বা রাতে মৃত্যুবরণ
জুমার(শুক্রবার) দিনে বা রাতে মৃত্যুবরণ করলে কবরের কঠিন আযাব থেকে মুক্তি পাওয়া যায়। নবী (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি জুমার রাতে বা দিনে মারা যায়, আল্লাহ তায়ালা তার কবরের আযাব মাফ করে দেন।" (মুসনাদে আহমাদ)

৪. আল্লাহর রাস্তায় (দ্বীনের পথে) যুদ্ধরত অবস্থায় মৃত্যু
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয়, সে শহিদী মর্যাদা পেয়ে জান্নাতে প্রবেশ করবে। (সহিহ মুসলিম)

৫. প্লেগ রোগে মৃত্যুবরণ
প্লেগ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে ঈমানদারদের শাহাদাতের মৃত্যুর মর্যাদা দেওয়া হয়। নবী (সাঃ) বলেন, "প্লেগ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রত্যেক ঈমানদারের জন্য শাহাদাত।" (বুখারি, মুসলিম)

৬. পেটের পীড়া রোগে মৃত্যু
পেটের কোন রোগে মৃত্যুবরণ করলেও মৃত ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করে। (সহিহ মুসলিম)

৭. পানিতে ডুবে বা ধ্বসে পড়ে মৃত্যু
যে ব্যক্তি পানিতে ডুবে বা কোনো কিছু ধ্বসে চাঁপা পড়ে মারা যায়, তাকে শহীদ হিসেবে গণ্য করা হয়। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

৮. গর্ভাবস্থায় নারীর মৃত্যু
যে নারী গর্ভে সন্তান থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন, তাকে শহীদ হিসেবে গণ্য করা হয়। (আবু দাউদ)

৯. আগুনে পুড়ে বা যক্ষা রোগে মৃত্যু
আগুনে পুড়ে বা যক্ষা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেও শহীদ হিসেবে মর্যাদা দেওয়া হয়। (তারগিব ওয়াত তারহীব)

১০. ধর্ম, জীবন ও সম্পদ রক্ষায় মৃত্যু
নিজের ধর্ম, জীবন বা সম্পদ রক্ষা করতে গিয়ে মৃত্যু হলে, তাও শহিদী মৃত্যুর দৃষ্টান্ত। (তিরমিজি, বুখারি, মুসলিম)

১১. আল্লাহর রাস্তায় প্রহরী হিসেবে মৃত্যু
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় (মুসলিম যুদ্ধার ছাউনি) প্রহরীর দায়িত্ব পালন করে মারা যায়, তাকে শহীদ হিসেবে গণ্য করা হয়। (তিরমিজি, বুখারি, মুসলিম)

১২. নেক আমলরত অবস্থায় মৃত্যু
যে ব্যক্তি কোনো নেক কাজ বা আমলরত অবস্থায় মারা যায়, তার মৃত্যু জান্নাতী মৃত্যু হিসেবে গণ্য করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন