মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সাড়ে ১২ বছরের কম বয়সী ২ হাজার ১১১ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিলের প্রক্রিয়া শুরু হতে পারে।
এ বিষয়ে আদালতের আদেশ পেলে তাৎক্ষণিকভাবে কম বয়স মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করা হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক ই আজম।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস এবং মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপদেষ্টা।
মন্ত্রণালয়ের নির্ধারিত নিয়ম অনুযায়ী মুক্তিযোদ্ধার ন্যূনতম বয়স হতে হবে ১২ বছর ৬ মাস। এর নিচে বয়সের ভিত্তিতে ২ হাজার ১১১ জন মুক্তিযোদ্ধার একটি তালিকা তৈরি করা হয়েছে। উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “এ বিষয়ে কয়েকটি মামলা আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। আশা করা যাচ্ছে, জানুয়ারির মাঝামাঝি সময়ে আদালত থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে।”
তিনি আরও জানান, আদালতের রায়ের পর সনদ বাতিলের প্রক্রিয়া শুরু হবে। এর পাশাপাশি মুক্তিযোদ্ধাদের প্রকৃত মর্যাদা সংরক্ষণে মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্ক রয়েছে।
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রক্ষায় এবং সনদ প্রদানে সব ধরনের অনিয়ম ঠেকাতে মন্ত্রণালয় আরও কঠোর হবে বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, “আমরা চাই না কোনো অযোগ্য ব্যক্তি মুক্তিযোদ্ধার মর্যাদা গ্রহণ করুক। এজন্য যাচাই-বাছাইয়ের কাজ আরও নিখুঁতভাবে চালানো হচ্ছে।”
একটি মন্তব্য পোস্ট করুন