কারাগার থেকে মায়ের উদ্দেশ্যে ব্যারিস্টার সুমনের আবেগঘন চিঠি, কী আছে এই চিঠিতে?


কারাগার থেকে মায়ের উদ্দেশ্যে ব্যারিস্টার সুমনের আবেগঘন চিঠি, কী আছে এই চিঠিতে? Dhaka news, dhaknews, banglanews, bagla news, ajker news, Latest News, Bangladesh News, Breaking News, Business, Cricket, ঢাক নিউজ, ঢাকার খবর, আজকের খবর, আজকের তাজা খবর, ব্রেকিং নিউজ, dhakapost, আজকের খবর, আজকের সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কাশিমপুর কারাগারে সাবেক এমপি  ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দীর্ঘদিন ধরে মামলার আসামি হিসেবে তিনি কারাগারে রয়েছেন। সম্প্রতি তার পরিবারের উদ্দেশ্যে লেখা এক আবেগঘন চিঠি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। গত ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় তারই যুক্তরাজ্যপ্রবাসী ভাই সৈয়দ সোহাগ এই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তা নিয়ে ব্যপক আলোচনার সৃষ্টি হয়।


চিঠিতে  ব্যারিস্টার সুমন তার মায়ের উদ্দেশ্যে লেখেন, "আম্মা, আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগলেও এখন ঠিক হয়ে গেছি। নিয়মিত নামাজ পড়ি, বাংলা তরজমাসহ কোরআন পড়তে অনেক ভালো লাগে।"

তিনি আরো লেখেন, "আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন। সারা জীবন আপনাকে অনেক কষ্ট দিয়েছি। এমনকি জন্মের সময়ও। এই বয়সেও আপনার টাকায় আমার পরিবারের বাসাভাড়া হয়। এর চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে? আল্লাহর কাছে আপনার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া করি।

ভাই-বোনদের উদ্দেশ্যে ব্যরিষ্টার সুমন লিখেছেন,
"আমার জন্য কোনো চিন্তা করো না। আমি রাজবন্দি হিসেবে আছি, কোনো দুর্নীতির কারণে নয়। আমি কখনো চাইনি তোমাদের কারণে কোনো অসম্মান হোক, আল্লাহর রহমতে হবেও না।"

চিঠিতে লিখাছিল, "অনেকে প্রশ্ন করে, দীর্ঘদিন জেলে খরচ কিভাবে চালাব? আমার উত্তরে বলি, আমার সবচেয়ে বড় সম্পদ তোমরা পাঁচ বোন এবং একটি ভাই। শুধু জেলে কেন, পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই। তোমরা আমার পরবর্তী প্রজন্মের জন্য সেরা অভিভাবক।"


ব্যারিস্টার সুমনের বড় ভাই সৈয়দ সোহাগ লিখেছেন, "সুমন তার জীবনের সব অর্জন মানুষের কল্যাণে ব্যয় করেছে। কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে সে কখনো জড়িত ছিল না। আমরা আশা করি, আইনগত প্রক্রিয়ায় সে শিগগিরই মুক্তি পাবে।"

ব্যরিষ্টার সুমনের লেখা চিঠি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে তার সাহস এবং মানবিকতা নিয়ে প্রশংসা করছেন। কেউ আবার হাস্যরসের মন্তব্যও করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংস ঘটনার মামলায় বর্তমানে কারাগারে আছেন ব্যারিস্টার সুমন।

Post a Comment

নবীনতর পূর্বতন