হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ড. মির্জা গালিব আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে


হাসিব সরদার (জবি) প্রতিনিধি: 

তরুণ প্রজন্মের পরিচিত মুখ, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব,  আজ ১৮ ডিসেম্বরে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছেন। তিনি ইনডিসিপ্লিনারি রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি) আয়োজিত একটি সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।


সেমিনারটি ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইস উদ্দীন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ সালেহ আহাম্মদ এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবু লায়েক।


বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯টায় ‘সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন পেভিং বাংলাদেশ ফিউচার কম্পিটেটিভ ওয়াল্ড’ শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হবে

Post a Comment

নবীনতর পূর্বতন