বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ তাদের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসন আমলে দেশকে শাসন করে নি উল্টো দেশটাকে শ্মশানে পরিণত করেছে। ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা স্বাধীনতার চেতনার কথা বলে দেশকে বিদেশি শক্তির কাছে ইজারা দিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২৩ ডিসেম্বর) রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারে জামায়াতে ইসলামীর আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্ষমতাসীনদের প্রতি ইঙ্গিত করে ডা. শফিক বলেন, “ক্ষমতা হারালে পালিয়ে বেড়াতে হয়, আত্মগোপনে যেতে হয় কিংবা ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাই এমন কিছু করা উচিৎ নয় যাতে এই পরিস্থিতিতে পরতে হয়।”
তিনি বলেন, “পেটকে সাগরের মতো বানানোর প্রয়োজন নেই। যারা একসময় সংখ্যালঘুদের জমি দখল করেছে, আজ তারাই মায়াকান্না করছে।”
তত্ত্বাবধায়ক সরকারের সময় জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে দাবি করে তিনি বলেন, “তখন বলা হয়েছিল জামায়াত সংখ্যালঘুদের ৩০ হাজার একর জমি দখল করেছে। পরে দেখা যায়, এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।”
আওয়ামী লীগের আমলে জামায়াত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বলে দাবি করেন ডা. শফিক। তিনি বলেন, “আমাদের ১১ জন শীর্ষ নেতাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে হত্যা ও পঙ্গু করা হয়েছে। হাজার হাজার মামলা দিয়ে লাখ লাখ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।”
শান্তিপূর্ণ বাংলাদেশের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, “দেশ বাঁচলে সবাই বাঁচবে। এত ছোট একটা দেশে এত বিভক্তি কেন? জাতীয় স্বার্থে সবাইকে এক হতে হবে। অশান্তি হলে তার ভোগান্তি থেকে কেউ রক্ষা পাবে না।”
রংপুরের ওই পথসভায় সভাপতিত্ব করেন রংপুর সদর উপজেলার আমির মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
একটি মন্তব্য পোস্ট করুন