ছবি: ইন্টারনেট |
নোয়াখালীর সোনাইমুড়িতে বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন যুবদল নেতা মো. হালিম (৪০)। তিনি আমিশা পাড়া ইউনিয়নের যুবদল সদস্য সচিব পদপ্রার্থী ছিলেন।
স্থানীয়দের ভাষ্যমতে, একটি নারী কেলেঙ্কারি ও চাঁদাবাজিকে কেন্দ্র করে রোববার (২২ ডিসেম্বর) রাতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার মধ্য দিয়ে উত্তেজনা শুরু হয়। এক পক্ষ দাবি করছে, ফিরোজ নামের এক ব্যক্তির নেতৃত্বে চাঁদা দাবি করা হয়। এ ঘটনার জের ধরে সোমবার দুপুরে শান্ত গ্রুপের লোকজন ফিরোজের বাড়িতে প্রথম হামলা চালায়।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফিরোজ গ্রুপ পাল্টা হামলা চালায় দক্ষিণ আবির পাড়ায় তাদের প্রতিপক্ষের বাড়িতে। সংঘর্ষ চলাকালে ফিরোজের অনুসারীরা হালিমকে ধরে বেধড়ক মারধর করে এবং এক পর্যায়ে খুব কাছ থেকে তার বুকে গুলি করে। গুরুতর অবস্থায় হালিমকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে পাঠানো হয়। তার বড় ভাই আব্দুল হান্নান বলেন, "আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। এখনো তার অবস্থা সম্পর্কে ডাক্তার কিছু জানায়নি।"
এ ঘটনার পর সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম বলেন, "সংঘর্ষের পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারই এই ঘটনার মূল কারণ। অভিযুক্ত ফিরোজসহ অন্যরা ঘটনার পর পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।"
অভিযুক্ত ফিরোজ, মামুন, মাসুদ ও সাগরের মুঠোফোন বন্ধ থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
একটি মন্তব্য পোস্ট করুন