ছবি: ইন্টারনেট |
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এবং ডেন্টাল (বিডিএস) কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি আজ (রোববার) প্রকাশিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশি শিক্ষার্থীদের জন্য এই বিজ্ঞপ্তি বিকেলে প্রকাশ করা হতে পারে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, “আজকের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছি।”
আগামী ১৭ জানুয়ারি এমবিবিএস এবং ২৮ ফেব্রুয়ারি ডেন্টাল (বিডিএস) কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। ইতোমধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ‘মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ/ইউনিট এ এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫’ প্রকাশ করেছে।
ভর্তি যোগ্যতা ও নিয়ম
ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়ে মোট জিপিএ কমপক্ষে ৯.০০ পয়েন্ট থাকতে হবে। জীববিজ্ঞানে (বায়োলজি) জিপিএ ৪.০০ পয়েন্ট থাকা আবশ্যক। বিদেশি শিক্ষার্থীদের জন্য জিপিএ ৭.০০ পয়েন্ট ও জীববিজ্ঞানে ৩.৫০ পয়েন্টের শর্ত প্রযোজ্য।
এ বছর সেকেন্ড টাইম প্রার্থীদের জন্য নম্বর কাটা হবে—আগের শিক্ষাবর্ষে পাস করা এইচএসসি প্রার্থীদের ৩ নম্বর এবং পূর্বে ভর্তি হওয়া মেডিকেল শিক্ষার্থীদের ৬ নম্বর কেটে মেধাতালিকা তৈরি হবে।
পরীক্ষা পদ্ধতি
ভর্তি পরীক্ষা হবে এক ঘণ্টার, ১০০ নম্বরের মাল্টিপল চয়েস প্রশ্নের। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন হবে—জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিদ্যা ২০, ইংরেজি ১৫, এবং সাধারণ জ্ঞান ১০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। ৪০ নম্বরের কম পাওয়া প্রার্থীরা অকৃতকার্য হিসেবে বিবেচিত হবেন।
ভর্তির প্রক্রিয়া ও মেধা তালিকা
জাতীয় মেধাতালিকা তৈরি হবে ভর্তি পরীক্ষার নম্বর এবং এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে। সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মেধা ও পছন্দক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। বেসরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
প্রার্থীরা প্রথমে ১ লাখ টাকা ভর্তি ফি প্রদান করবেন, যা পরবর্তী সময়ে মাইগ্রেশনের মাধ্যমে প্রয়োজনীয় ক্ষেত্রে স্থানান্তরিত হবে। ভর্তি প্রক্রিয়ার সময় কোনো অবস্থাতেই মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে না।
সর্বশেষ
সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি কার্যক্রম স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে। কোনো অবস্থাতেই সরকারি অনুমোদনের বাইরে অতিরিক্ত আসনে ভর্তি করা যাবে না।
বিস্তারিত তথ্যের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট দেখুন।
একটি মন্তব্য পোস্ট করুন