ছবি: ইন্টারনেট |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তরুণ প্রজন্মকে বাদ দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের কোনো পরিকল্পনা করলে সেটি হবে একেবারেই ভুল। বুধবার দুপুরে ঢাকা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন ।
হাসনাত আব্দুল্লাহ বলেন, "কেউ যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে মাইনাস করে বাংলাদেশ পুনর্গঠনের স্বপ্ন দেখে এবং এককভাবে সংসদের দিকে এগোতে চায়, তাহলে সেটি হবে বড় ধরনের ভুল।"
তিনি উল্লেখ করেন, অতীতে যারা ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে স্পষ্ট ভূমিকা রেখেছেন, সেই আমলা, ব্যবসায়ী এবং পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি তরুণদের আজও ক্ষোভ রয়েছে গেছে। হাসনাতচ বলেন, "আজ আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, কিন্তু অতীতে আমাদের এমন অনেক বিচারকের মুখোমুখি হতে হয়েছে, যাদের রায়ের কারণে নিরপরাধ মানুষরা মৃত্যুদণ্ড পেয়েছেন। তরুণ প্রজন্মের ক্ষোভ সেই বিচারকদের প্রতিও রয়েছ গেছে।"
বর্তমান সময়কে "জেনারেশন কনফ্লিক্ট" হিসেবে অভিহিত করে ‘জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, পূর্ববর্তী প্রজন্ম এখনো তরুণদের নিজেদের অধীন রাখতে চায়। তবে তরুণরা কখনোই অন্যায় বা জুলুমের কাছে মাথানত করবে না।
হাসনাত আরও বলেন, "তরুণরা দাসতখতে স্বাক্ষর করবে না, তারা জুলুমের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ তরুণদের প্রশ্নের মুখোমুখি হতে অনেকেই ভয় পায়।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন ।
একটি মন্তব্য পোস্ট করুন