বগুড়ার নওদাপাড়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক আহসান হাবিব আবু সায়েমের বাড়ির দেয়ালে লেখা হয়েছে "মৃত্যুর জন্য প্রস্তুতি নাও"। এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের বলছে, এটি সরাসরি হত্যার হুমকি।
সহসমন্বয়ক সায়েমের পরিবারের সদস্যরা জানিয়েছেন, কে বা কারা রাতে দেয়ালে এমন হুমকিসূচক বার্তা লিখে রেখে গেছে। ঘটনাটি জানার পর থেকে সায়েম ও তার পরিবারের সকল সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তবে গণমাধ্যমে এ বিষয়ে কোন প্রকার কথা বলতে রাজি হননি তারা।
আহসান হাবিব সায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহসমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় আব্দুল গফুরের ছেলে।
ঘটনার বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। তদন্ত শুরু হয়েছে এবং আমাদের একাধিক টিম এটি নিয়ে কাজ করছে। যারা এই ঘটনায় জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় স্থানীয় সমন্বয়ক ও বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত কর্মীরা আতঙ্কিত আছেন। তারা বলছে,, “দেশের জন্য যারা সংগ্রাম করছেন, তাদের বিরুদ্ধে এমন হুমকি অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয়। তারা দ্রুত দোষীদের সনাক্ত করে বিচারের দাবি জানায়।”
একটি মন্তব্য পোস্ট করুন