ছবি: ইন্টারনেট |
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশটির রাজধানী দামেস্ক ছেড়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি নিউজ। রবিবার (৮ ডিসেম্বর) সকালে বার্তা সংস্থা রয়টার্স এর বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়। প্রেসিডেন্ট আসাদ কোথায় গেছেন, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
রয়টার্সের সঙ্গে কথা বলেছেন সিরিয়ার দুইজন সেনা কর্মকর্তা। তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট আসাদ বিমানে করে দামেস্ক ত্যাগ করেছেন, তবে কোথায় গিয়েছেন বা গন্তব্য কোথায় এ সম্পর্কে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, দামেস্কের প্রধান স্কয়ারে জনতার ঢল নেমেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাজারো মানুষ গাড়ি ও পায়ে হেঁটে সেখানে এসে উল্লাস প্রকাশ করছেন। তাদের কণ্ঠে "আজাদির" স্লোগান শোনা যাচ্ছে।
বিদ্রোহীরা বলছেন, "আমরা জনগণের সঙ্গে আমাদের বন্দীদের মুক্তি উদযাপন করছি। এখানকার সেদনায়া কারাগারে ভেতর বছরের পর বছর ধরে চলা নির্যাতনের অবসান ঘটেছে।"
সেদনায়া কারাগার সম্পর্কে রয়টার্স জানায়, এটি দামেস্কের উপকণ্ঠে অবস্থিত একটি বৃহৎ সামরিক বন্দিশালা। এখানে হাজার হাজার বন্দীকে আটকে রেখেছে সিরিয়ার সরকার। দীর্ঘদিন ধরে এ কারাগারকে মানবাধিকার লঙ্ঘনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
আসাদের দেশত্যাগ এবং জনতার বিক্ষোভমুখর অবস্থান নিয়ে সিরিয়া জুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে এখন বিশ্ববাসী নজর রাখছে।
একটি মন্তব্য পোস্ট করুন