৫৩ বছর পরেও আমাদের লক্ষ্য পুরোপুরি পূর্ণ হয়নি: জবি উপাচার্য

হাসিব সরদার : জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

৫৩ বছর পরেও আমাদের লক্ষ্য পুরোপুরি পূর্ণ হয়নি:  জবি উপাচার্য
ছবি: ঢাকা নিউজ

মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। আজ ১৬ ডিসেম্বর (সোমবার) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি এর নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।


শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সমিতি, সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি এবং ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।


শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম সবার উদ্দেশ্যে বলেন, "১৯৭১ সালে যাঁরা প্রাণ বিসর্জন দিয়েছেন এবং যাঁরা দেশের মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের প্রতি আমাদের চিরকাল কৃতজ্ঞতা থাকবে।" তিনি আরও বলেন, "আমরা এখনও দেশের সকল মানুষের প্রকৃত স্বাধীনতা ফিরিয়ে দিতে পারিনি। ৫৩ বছর পরেও আমাদের লক্ষ্য পুরোপুরি পূর্ণ হয়নি। এখন সময় এসেছে দেশের সকল নাগরিকের মৌলিক স্বাধীনতা ফিরিয়ে দেয়ার।"


এসময় তিনি স্বাধীনতার প্রকৃত মানে পুনরায় অর্জনের জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।



Post a Comment

নবীনতর পূর্বতন