বাংলাদেশের বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “আমাদের নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই পরিস্থিতিকে সঠিকভাবে মোকাবিলা না করলে এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়াবে। তাই সবাইকে একযোগে কাজ করতে হবে। সমবেত প্রচেষ্টা থেকেই শক্তি আসবে।”
৫ আগস্ট থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে, নতুন বাংলাদেশের গল্প বদলানোর চেষ্টা করা হচ্ছে
ড. ইউনূস বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরের দিন থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। “বাংলাদেশকে নিয়ে নানা কল্প-কাহিনি রচনা করা হচ্ছে। এটি শুধু আমাদের দেশে সীমাবদ্ধ নয়, বরং এর পেছনে আন্তর্জাতিক শক্তিও সক্রিয়। বড় বড় দেশও এই ষড়যন্ত্রে জড়িত রয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের তিলেতিলে গড়ে তোলা বাংলাদেশের ভাবমূর্তি ধামাচাপা দেওয়া হচ্ছে এবং ভিন্ন এক বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। প্রতিনিয়ত তারা অপপ্রচার চালিয়ে নানা রকমের রূপরেখা দিচ্ছে। আমাদের এই মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সঠিক তথ্য ও বাস্তবতাকে তুলে ধরতে হবে।”
এই অপপ্রচারের বন্ধ করতে করনীয় কী?
ষড়যন্ত্র মোকাবিলায় জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের ওপর জোর দেন ড. ইউনূস। তিনি বলেন, “যারা অপতথ্য ছড়াচ্ছে, তাদের আমরা বারবার বলেছি, আসুন, বাংলাদেশকে দেখুন। এখানে কোনো কল্পকাহিনির জায়গা নেই। আমরা সবাই মিলে স্বাধীনতা অর্জন করেছি। কাউকে ঠেলে সরিয়ে স্বাধীনতা আসেনি। এই অর্জন আমাদের ঐক্যের প্রতীক।”
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সরকারের আহ্বানে সংলাপে অংশ নেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের মধ্যে মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। ষড়যন্ত্রকারীরা আমাদের গণঅভ্যুত্থানকে ভুলভাবে ব্যাখ্যা করছে। তারা এটিকে ভয়ংকর পরিস্থিতি হিসেবে উপস্থাপন করতে চায়। তাদের এই প্রচারণা ব্যর্থ করে দিতে হবে।”
দুর্গাপূজা উদযাপনে শান্তিপূর্ণ পরিবেশ
সম্প্রতি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের উদাহরণ দিয়ে তিনি বলেন, “পূজার সময় আমরা পুরো জাতি ঐক্যবদ্ধ ছিলাম। কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিভেদ তৈরি হয়নি। এটি আমাদের ঐক্যের প্রতীক। তবে এটি অনেকের পছন্দ হয়নি। এখন তারা নতুনভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে।”
ষড়যন্ত্রকারীদের পরিকল্পনার পর বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে?
ড. ইউনূস আরও বলেন, ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে চায়। “তারা একটি কাল্পনিক বাংলাদেশ তৈরি করে রাখতে চায়। তাদের আর্থিক ও সাংগঠনিক শক্তি অনেক বেশি। ক্রমাগত নতুন কল্পকাহিনি তৈরি করে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”
তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রশ্ন নয়। এটি জাতি হিসেবে আমাদের অস্তিত্বের প্রশ্ন। আমরা যেভাবে মুক্ত ও স্বাধীন বাংলাদেশ তৈরি করেছি, সেটিকে তারা মুছে ফেলতে চায়। আমাদের ঐক্যই এই ষড়যন্ত্রকে প্রতিহত করার একমাত্র উপায়।”
ইউনুসের ভবিষ্যৎ পরিকল্পনা ও পরামর্শ আহ্বান
বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের মোকাবিলায় সবার পরামর্শ চান ড. ইউনূস। তিনি বলেন, “আমাদের পরিকল্পনা ও কৌশল এমন হতে হবে, যাতে করে এই অপপ্রচার ব্যর্থ করা যায়। কীভাবে স্পষ্ট সত্যকে সবার সামনে তুলে ধরতে পারি, সে বিষয়ে আপনাদের পরামর্শ প্রয়োজন। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের পথ দেখাবে।”
একটি মন্তব্য পোস্ট করুন