চাকরিতে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো কাফনের কাপড়ে অনশন

চাকরিতে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো কাফনের কাপড়ে অনশন

গায়ে কাফনের কাপড় পরিধান করে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করছেন বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচ থেকে অব্যাহতি পাওয়া কর্মকর্তারা। রাজধানীর সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে উসমানী উদ্যানের পাশের রাস্তায় তাদের এ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে।

এ বিষয়ে অব্যাহতি পাওয়া এক কর্মকর্তারা বলেন, অন্যায়ভাবে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। চাকরি হারানোর পর আমাদের জীবনে অন্ধকার অন্ধকার নেমে এসেছে। চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব।

এর আগে সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে আমরণ অনশনের ঘোষণা দেন অব্যাহতি পাওয়া সাব-ইন্সপেক্টররা। আজ মঙ্গলবারও (১৪ জানুয়ারি) সকাল থেকে তারা কাফনের কাপড় পরে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। 

নিশিকান্ত নামে এক সাব-ইন্সপেক্টর বলেন, আমাদের এই লড়াই ন্যায়ের জন্য। আমরা কোনো অন্যায় করিনি। তবুও হঠাৎ করে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হলো। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে আমরা সরব না।

আরেক সাব-ইন্সপেক্টর কল্যাণ সরকার বলেন, এক বছর ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছি। কোনো অভিযোগ ছাড়াই আমাদের চাকরি কেড়ে নেওয়া হলো। আমরা জানি না আমাদের অপরাধ কী।

২০২৩ সালের মে মাসে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে ৩১০ জন ক্যাডেট সাব-ইন্সপেক্টরকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, প্যারেড চলাকালীন তারা নির্ধারিত নাশতা গ্রহণ না করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং কর্তৃপক্ষকে অসম্মান করে।

অব্যাহতি পাওয়া এক ক্যাডেট সুবীর বলেন, যদি আমরা সত্যিই কোনো ভুল করতাম, তবে সেটা প্রমাণ করা হোক। কিন্তু আমাদের এভাবে চাকরি থেকে বাদ দেওয়া হলো কেন? আমরা আজ রাস্তায় নেমেছি শুধুমাত্র ন্যায্যতার দাবিতে।

অব্যাহতি পাওয়া সাব-ইন্সপেক্টররা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে এই দুর্ভোগ কত দিন চলবে? আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার ফেরত চাই।


Post a Comment

নবীনতর পূর্বতন