উপদেষ্টা পরিষদে সদ্য নিয়োগ পাওয়া ফারুকীকে অপসারণের দাবিতে কয়েকজন সমন্বয়কদের ফেসবুক আইডি ও পেজ ডিলিট করেছে বাংলাদেশ সাইবার কমিউনিটি। গত ২ জানুয়ারি বৃহস্পতিবার সাইবার কমিউনিটির এক সদস্য সমন্বয়কদের ফেসবুক আইডি ও পেজ ডিলিট করার বিষয়ে স্বীকারক্তি দেন। পরবর্তী্তে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের সাথে আলাপকালে উপদেষ্টা ফারুকীকে অপসারনসহ ও নানা ধরনের দাবি তুলে ধরেন তিনি। এর মধ্যে সদ্য নিয়োগ পাওয়া চলচ্চিত্র নির্মাতা ফারুকীকে দ্রুত অপসারণের দাবি জানান বাংলাদেশ সাইবার কমিউনিটির পরিচয় গোপন রাখা এই সদস্য। তিনি বলেন জুলাই বিপ্লব আন্দোলনে ফারুকীর কোন অবদান নেই, এবং সে বিতর্কিত তাই তাকে অপসারণ করতে হবে।
কিছুদিন পূর্বে সাইবার কমিউনিটি থেকে উপদেষ্টা ফারুকীকে অপসারণের জন্য দুই দিনের আল্টিমেটাম দিয়েছিল বাংলাদেশ সাইবার কমিউনিটি। তারপরও উপদেষ্টা ফারুকে অপসারণ করার কোন কার্যক্রম লক্ষ করা যায় নি। এই প্রেক্ষিতে কয়েকজন সমন্বয়কের ফেসবুক আইডি ও পেজ ডিলিট করা হয়েছে বলেও জানান তিনি।
দ্রুততম সময়ে ফারুকিকে অপসারনের দাবি জানিয়ে ওই কমিউনিটির সদস্য বলেন, এই ঘোষণার পর যদি ফারুকীকে অপসারণ না করা হয় তাহলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল ওয়েবসাইটে একসাথে সাইবার হামলা করা হবে তার জন্য দায়ী থাকবে সমন্বয়কদের পক্ষ থেকে উপদেষ্টা হওয়া আসিফ ও নাহিদ।
বাংলাদেশের সরকারি সাইটগুলো যারা পরিচালনা করে তাদের সাইবার সিকিউরিটি নিয়ে ধারণা নেই ব্যক্ত করে তিনি বলেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বহু সাইবার সিকিউরিটি এক্সপার্ট রয়েছে, সরকার চাইলে তাদেরকে ট্রেনিং দিয়ে সরকারি কাজে নিয়োগ দিতে পারে।
সে সময় জুলাই বিপ্লব আন্দোলনে সাইবার কমিউনিটি ও প্রবাসীদের আবদানের কথা স্বীকৃতি দেওয়ারও দাবি জানানো হয়।
একটি মন্তব্য পোস্ট করুন