একুশে টিভির সাবেক সাংবাদিক ইলিয়াস হুসাইনের ইউটিউব চ্যানেলে লাইভে এসেছিলেন মেজর ডালিম। কথা বলেছেন সত্তর পরবর্তী সময়য়ের নানা বিষয় নিয়ে। বাংলাদেশের বর্তামান রাজনীতিতে ভারত ও বহির্বিশ্বের প্রভাব নিয়েও নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। বলেছেন, “পশ্চিম বা অন্য দেশ থেকে আমাদের সংস্কৃতি আমদানি করতে হবে কেন? আমাদের কুরআন আছে না?” মেজর ডালিমের এমন কথায় চটেছেন নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিন। তিনি তার ফেসবুক পোস্টে একটি ছবি শেয়ার করে লিখেছেন,
“বাংলাদেশের মূর্খ ধর্মান্ধ রাজাকারের বাচ্চাদের জন্য যে উপযুক্ত সরকার দরকার, সেটি হলো-- রাষ্ট্রপতি মেজর ডালিম, প্রধানমন্ত্রী মামুনুল হক, স্বরাষ্ট্র মন্ত্রী জসিমুদ্দিন রাহমানি, ধর্মমন্ত্রী আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, শিক্ষামন্ত্রী মিজানুর রহমান আজহারী, ভারত-বিদ্বেষ মন্ত্রী ফরহাদ মজহার,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শফিকুর রহমান, নারী বিষয়ক মন্ত্রী আসিফ নজরুল, অর্থমন্ত্রী আমির হামজা, বিজ্ঞান বিষয়ক মন্ত্রী কাজী ইব্রাহিম, হিন্দু-বিদ্বেষ মন্ত্রী পিনাকি ভট্টাচার্য , পাকিস্তান-প্রেম মন্ত্রী ইলিয়াস হোসেন, তথ্য মন্ত্রী মাহমুদুর রহমান, ক্রীড়া মন্ত্রী তারেক মনোয়ার..”
একটি মন্তব্য পোস্ট করুন