বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে যে কোনো অসম চুক্তির বিষয়ে বাংলাদেশ কোনো ধরনের ছাড় দেবে না বলে কঠোর ভাষায় জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
বিজিবি বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। বিশেষ করে, ভারতের সঙ্গে অতীতে হওয়া অসম চুক্তিগুলোর ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। কূটনৈতিক পর্যায়ে বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার উদ্যোগ নেওয়া হলেও, জাতীয় স্বার্থের প্রশ্নে বাংলাদেশ অনড় অবস্থানেই থাকবে।
তিনি আরও বলেন, সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনায় বসা হবে, যাতে তারা প্রয়োজনীয় ও সুনির্দিষ্ট তথ্য পেতে পারেন। এবারের সম্মেলনে সীমান্ত হত্যা অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে উঠে আসবে। বাংলাদেশ এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আস্থা অর্জন শুধু ছাড়ের মাধ্যমে সম্ভব নয়, বরং সুসংহত আলোচনার মাধ্যমেও সম্পর্কের উন্নয়ন ঘটানো যায়।
এই অবস্থান স্পষ্ট করে দেয় যে, সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ আর কোনো অন্যায্য অবস্থান মেনে নেবে না। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ন্যায়সংগত সমাধানের পথ খোঁজা হবে, তবে জাতীয় স্বার্থের প্রশ্নে আপসের কোনো সুযোগ নেই।
একটি মন্তব্য পোস্ট করুন