ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’: ছাত্রলীগের কর্মকাণ্ডের বিচারের দাবি

ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’: ছাত্রলীগের কর্মকাণ্ডের বিচার দাবিতে পদযাত্রা

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার এবং অন্যান্য দাবিতে রাজধানীতে ‘মার্চ ফর জাস্টিস’ শীর্ষক পদযাত্রা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হওয়া এই পদযাত্রা শাহবাগ, টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

ছাত্রদলের নেতাকর্মীরা এ পদযাত্রা থেকে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের যথাযথ বিচারের দাবি জানান। নেতারা বলেন, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অবসান এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। পদযাত্রায় ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড’, ‘স্টপ মব জাস্টিস’, এবং ‘আওয়ামী সিনেট-সিন্ডিকেট ভেঙে দাও’—এমন নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, ছাত্রলীগের অপকর্মের প্রতিবাদে সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। একজন বলেন, ছাত্রলীগের কাজ হলো নৈরাজ্য, সন্ত্রাস, দুর্নীতি এবং চাঁদাবাজি। এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ ও বিচারের দাবিতেই আমরা রাস্তায় নেমেছি।

আরেক নেতা বলেন, ছাত্রলীগ মানেই সন্ত্রাসের প্রতীক। তাদের মতো নিষিদ্ধ সংগঠনের জায়গা বাংলাদেশে কখনোই হবে না। শুধু ছাত্রদল নয়, সারা দেশের মানুষ আজ তাদের প্রতিহত করতে প্রস্তুত।

এসময় ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত এবং জুলাই-আগস্টে ছাত্র ও সাধারণ মানুষের ওপর ফ্যাসিবাদী নিপীড়নের ঘটনায় জড়িতদের তদন্ত করে শাস্তির দাবি জানান।

পদযাত্রা কর্মসূচি থেকে ছাত্রদলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের জায়গা নেই। সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রলীগের অন্যায়-অত্যাচারের বিচার নিশ্চিত করতে হবে।


Post a Comment

নবীনতর পূর্বতন