চীনের তিব্বতে ভূমিকম্প, নিহতের সংখ্যা ৯৫ ছাড়ালো

তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ভূমিকম্পে বিধ্বস্ত বাড়িঘর। ছবি: রয়টার্স

চীনের তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ১৩০ জন। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিনহুয়া জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে, স্থানীয় সময় ৯টা ৫ মিনিটে, তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ১ হিসেবে নির্ধারণ করেছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের লবুশে থেকে প্রায় ৯৪ কিলোমিটার উত্তর-পূর্বে এবং তিব্বতের রিকাজে থেকে প্রায় ১৬৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এর প্রভাব অনুভূত হয়েছে ভারতের সিকিমেও। নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সীমান্তঘেঁষা দেশটির সাতটি জেলার প্রতিটিতেই কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে প্রায় ১,৫০০ দমকলকর্মী দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এলাকায় অনেক ভবন ধসে পড়েছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় চীনের চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী ছিল এবং এর প্রভাব তিব্বতের বিস্তৃত অঞ্চলে পড়েছে। পরিস্থিতি আরও গুরুতর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন