কিশোরগঞ্জে ইসলামি সম্মেলনে গুলি: আহত ২

কিশোরগঞ্জে ইসলামি মাহফিলে গুলি:  আহত ২

কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া এলাকায়  বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালীন এয়ারগানের গুলিতে দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৫ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্র জানায়, কিশোরগঞ্জ পৌর শহরের চরশোলাকিয়া গাছবাজার এলাকার কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদরাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদরাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। রাত প্রায় ১টার দিকে, মাহফিল চলাকালীন একদল দুষ্কৃতকারী এয়ারগান থেকে গুলি ছোড়ে।


গুলিতে মুফতি আল আমিন সাদী (৩৮) এবং বক্তার সফরসঙ্গী জুলহাস মিয়া (১৯) আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে দুজনকেই তাদের বাড়িতে পাঠানো হয়।

 

আহত মুফতি আল আমিন সাদী জানান, মাহফিল চলাকালীন সময়ে আমি মঞ্চের নিচে ছিলাম। একজন সহযোগীর সঙ্গে হাঁটছিলাম। এ সময় কে বা কারা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আমি এবং আরেকজন আহত হই।"


তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ দেইনি, তবে মৌখিকভাবে পুলিশকে বিষয়টি জানিয়েছি। সুস্থ হয়ে অভিযোগ দেবো। তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা আমরা বুঝতে পারছি না।"


এ হামলার পরপরই মাহফিল বন্ধ হয়ে যায়। স্থানীয় পুলিশ জানান, এ বিষয়ে তারা মৌখিক অভিযোগ পেয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।


এ ঘটনার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ওয়াজ মাহফিলের মতো শান্তিপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে এ ধরনের হামলার ঘটনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন