যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েলে একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন। সোমবার (২৪ মার্চ) রাতে তিন সদস্যের প্রতিনিধি দলসহ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
ঢাকা সফরে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও তার আলোচনার কথা রয়েছে।
কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরের আগে যুক্তরাষ্ট্রের এই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার ঢাকা সফর বিশেষ গুরুত্ব বহন করে। ধারণা করা হচ্ছে, এ সফরে তিনি বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে রাখাইন রাজ্যের পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ মতবিনিময় হতে পারে বলে মনে করা হচ্ছে।
এ সফর নিয়ে বিস্তারিত আলোচনা ও আনুষ্ঠানিক তথ্য জানাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে ব্রিফিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন