জরুরি অবস্থা জারির গুজব উড়িয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

জরুরি অবস্থা জারির গুজব উড়িয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়


দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে ছড়ানো খবরকে গুজব বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার (২৪ মার্চ) সচিবালয়ে অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন সংক্রান্ত বাংলাদেশ-অস্ট্রেলিয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র সচিব বলেন, ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে। জরুরি অবস্থা নিয়ে যা ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। এ বিষয়ে কোনো মন্তব্য করার প্রয়োজন নেই।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে বিশেষ টহল ও নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে, অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন বিষয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও অস্ট্রেলিয়ার পক্ষে জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইট চার্চ চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, ঘরবাড়ি ও জমি বিক্রি করে দালালের মাধ্যমে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা বন্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করা হবে।

তবে বর্তমানে কতজন বাংলাদেশি অভিবাসী অস্ট্রেলিয়ার ডিটেনশন সেন্টারে রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি তিনি।

সচিব আরও জানান, অস্ট্রেলিয়া বাংলাদেশে একটি ভিসা সেন্টার চালু করার সিদ্ধান্ত নিয়েছে, যা খুব শিগগির কার্যক্রম শুরু করবে।

Post a Comment

নবীনতর পূর্বতন